
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
ইরানের বিচার বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি দেশটির অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে সরঞ্জাম আনার চেষ্টা করেছিলেন। তারা 'জায়নবাদী শাসক' অর্থাৎ ইসরায়েলের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ আনা হয় এবং সেই অনুযায়ী বিচার শেষে তাঁদের দণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার সকালে উক্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়েছে। এই ফাঁসি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায়, যা তুরস্কের সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ফাঁসির আগে তিন অভিযুক্তের একটি ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যেখানে তাঁদের নীল কারাগার পোশাকে দেখা গেছে। ইরান আগেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে কাজ করার অভিযোগে অনেককেই গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়েছে।
চলতি মাসের ১৩ জুন থেকে ইরান-ইসরায়েল মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর তেহরান জানিয়েছিল, যেসব সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করা হবে।
এর আগে রোববার ও সোমবার, আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে ইরান বর্তমানে বিশ্বে দ্বিতীয়, চীনের পরেই রয়েছে তাদের অবস্থান।