
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অলরাউন্ড নৈপুণ্যের প্রতীক। তবে এখন তার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর পাশাপাশি জাতীয় দলে ফিরতে পারার বিষয়টিও অনিশ্চয়তার মুখে। অন্যদিকে, ভারতের রবীন্দ্র জাদেজা সাম্প্রতিক সময়ে কেবল ওয়ানডেতে খেলার সুযোগ পাচ্ছেন। তিন ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এই দুই অলরাউন্ডারই ক্রিকেট বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছেন।
সম্প্রতি ‘বেয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে এই দুই তারকার তুলনা করা হয়। মঈন আলি বলেন, “সাকিব অনেকটা আন্ডাররেটেড। ব্যাটিং ও বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।”অন্যদিকে, ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ তুলনামূলক আলোচনায় কাউকে নির্দিষ্টভাবে এগিয়ে রাখেননি। তিনি ব্যাটিং ও বোলিং আলাদা করে বিশ্লেষণ করেছেন। রশিদের মতে, বোলিংয়ে সাকিব সামনের সারিতে থাকলেও ব্যাটিংয়ে জাদেজা এগিয়ে।
সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে পাওয়া পরিসংখ্যান দেখলে স্পষ্ট হয় তার অবদান: ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট।
রবীন্দ্র জাদেজা ২০০৯ সালে অভিষেকের পর ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট সংগ্রহ করেছেন।
দুই অলরাউন্ডারের পারফরম্যান্সই আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রভাবকে দৃঢ়ভাবে প্রমাণ করে।