
টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ডবুক নতুন করে লেখালো ইংল্যান্ড। রানের বন্যায় ভাসিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলল অবিশ্বাস্য ৩০৪ রান মাত্র ২০ ওভারে। ওপেনার ফিল সল্ট খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রান । তার ইনিংসে ছিল ১৫টি চার আর ৮টি ছক্কা। সঙ্গী জস বাটলারও ছিলেন ভয়ঙ্কর, মাত্র ৩০ বলে করলেন ৮৩ রান। শেষদিকে হ্যারি ব্রুকের ২১ বলে ৪১* রানের ক্যামিও ইনিংস দলকে পৌঁছে দেয় টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা স্কোরে।
দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন পুরোপুরি অসহায়। কাগিসো রাবাদা ৪ ওভারে দেন ৭০ রান, লিজাদ উইলিয়ামস ৩ ওভারে খরচ করেন ৬২। কেবল বিয়র্ন ফোরটুইন কিছুটা সাফল্য এনে দেন, নেন ২ উইকেট।
৩০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা শুরুতেই চাপে পড়ে যায়। অধিনায়ক এডেন মারকরাম ২০ বলে ৪১ রান করে লড়াই করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফোরটুইন ১৬ বলে ৩২ রান করলেও তা ফল বদলাতে পারেনি। ১৬.১ ওভারে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা, সংগ্রহ মাত্র ১৫৮।
ইংল্যান্ডের বোলাররাও ছিলেন ধারালো। জোফরা আর্চার নেন ৩ উইকেট, স্যাম কারান ও লিয়াম ডসন নেন ২টি করে। চমকে দেন উইল জ্যাকস, মাত্র ১ ওভারে তুলে নেন ২ উইকেট।
শেষ পর্যন্ত ১৪৬ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। এই ম্যাচ যেন প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তা—ইংল্যান্ডের ব্যাটিং ঝড় যে ভয়ঙ্কর রূপ নিয়েছে, তার প্রমাণ মিলল রেকর্ড গড়া এই রাতে।