প্লে অফের দ্বারপ্রান্তে থেকেও বিশ্বকাপে ব্রাজিল
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে এবারই সবচেয়ে খারাপ পারফরম্যান্স করলো ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ১–০ গোলের হার দিয়ে শেষ হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাই অভিযান।




১৮ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ মাত্র ২৮ পয়েন্ট, সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ। দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় তারা পঞ্চম। আগের নিয়মে এই অবস্থানে থাকলে ব্রাজিলকে খেলতে হতো প্লে-অফ ম্যাচ। তবে এবার ৪৮ দলের নতুন ফরম্যাটে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। ফলে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে ব্রাজিল খেলবে সরাসরি।



বাছাইপর্ব জুড়ে একের পর এক ধাক্কা খেয়েছে সেলেসাওরা। তিনজন আলাদা কোচ নিয়ে খেলেছে তারা, ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র এবং বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। এ সময়ে আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে প্রথমবার হারের তিক্ত স্বাদও পেয়েছে ব্রাজিল। মার্চে ৪-১ গোলের হার ছিল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।



১৯৯৬ সাল থেকে চালু হওয়া বর্তমান ফরম্যাটে এবারই প্রথমবার ৩০ পয়েন্টের নিচে থাকলো ব্রাজিল। আগের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপের বাছাইয়ে। যদিও সেই আসরে টালমাটাল যাত্রার পরেই পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল তারা।


বলিভিয়ার মাঠে হারের পরও কোচ আনচেলত্তি আশাবাদী। ম্যাচ শেষে তিনি বলেন, খেলোয়াড়দের প্রচেষ্টা অসাধারণ ছিল এবং তিনি বিশ্বাস করেন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে ও প্রতিটি ম্যাচে লড়াই করবে।



বাছাইপর্বের এই হতাশাজনক পারফরম্যান্স ভুলে ব্রাজিল এখন চোখ রাখছে ২০২৬ বিশ্বকাপে নতুন সূচনার দিকে।”