
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিল চান্দায় মুকসুদপুর প্রেস ক্লাবের আয়োজনে "নৌ ভ্রমণ ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক ত্রুেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফরিদ আহম্মেদ মিয়া প্রেস ক্লাবের সকল সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ করেন।