
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হলো বিআরটিসি থেকে ভাড়াকৃত চারটি ডাবল ডেকার বাস। দীর্ঘদিনের পরিবহন সংকট কমাতে এই বাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে নতুন বাসগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ এবং প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। এছাড়া পাবনা বাস ডিপোর ডিজিএম (সিএন্ডএস) বিআরটিসি প্রতিনিধি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বাধিক পরিবহন সুবিধা রয়েছে আমাদের এখানে। তবে দীর্ঘদিন ধরে যে সংকট ছিল, নতুন চারটি বাস যুক্ত হওয়ার মাধ্যমে তা অনেকটাই কাটবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ডাবল ডেকার বাসগুলো বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।