
দেশীয় চিকিৎসায় আস্থা ফেরাতে নেতাকর্মীদের দেশেই চিকিৎসা নেওয়ার আহব্বান জামায়াত আমিরের
শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? চিকিৎসার প্রতি সবসময়ই আস্থা ছিল। সেই আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “সোনার বাংলার গল্প শোনাবেন অথচ কিছু হলে বিদেশে দৌড়াবেন, এটা ঠিক নয়। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে স্বাস্থ্যখাতের ত্রুটিগুলোও পূরণ হয়ে যেত।”
এদিকে, হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তার চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির জানান, দুই ধমনিতে চারটি বাইপাস করা হয়েছে। এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশেষ বার্তা দিয়েছে এবং জামায়াতের আমিরের এ আস্থা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ শেষে অসুস্থ হওয়ার পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডা. শফিকুর রহমানকে। মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি নিজ সিদ্ধান্তে দেশে চিকিৎসা নেন।
রাজনৈতিক মহলের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।