ডাকসু নির্বাচনে বাড়ানো হয়েছে বুথ
ছবিঃ বিপ্লবী বার্তা
ডাকসু নির্বাচনে এবার ভোট দিতে আসা শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে বড় ধরনের প্রস্তুতি নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটার চাপ সামলাতে বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে, আর ভোটের সময়ও এক ঘণ্টা বাড়িয়ে মোট ৮ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীমউদ্দিন বলেন, প্রার্থীদের কাছ থেকেও পোলিং এজেন্টদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি স্বাধীন পর্যবেক্ষক প্যানেল গঠন করা হয়েছে, যারা পুরো ভোট প্রক্রিয়া তদারকি করবে।

তিনি আরও জানান, ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে যাতে তারা সক্রিয়ভাবে ভোটে অংশ নিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেয়।

নির্বাচনী পরিবেশ নষ্টের আশঙ্কা মাথায় রেখে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।