শিক্ষকের ভূমিকায় যখন ইউএনও
ছবিঃ বিপ্লবী বার্তা

কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল-এর অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান সোমবার রাত ১০টা ৩০ মিনিটে আকস্মিকভাবে স্কুল ও হোস্টেল পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিসহ কয়েকটি বিষয়ে সরাসরি পাঠদান করেন। মাত্র ১৫ মিনিটের এই পাঠদান শিক্ষার্থীদের মনে যুগিয়েছে নতুন উদ্দীপনা।


পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তিনি সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, অ্যাডহক কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন এবং এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।


অভিভাবক মহলের মতে, ইউএনও’র সুদক্ষ নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগ চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, “পড়া লেখায় মনোযোগী হয়ে নিজের জীবন সুন্দরভাবে গঠন করো। তুমি যদি সুনাগরিক হও, তবে তোমার আদর্শই জাতির কল্যাণে কাজ করবে।”