ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলায় গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো: আসলাম খান  (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি ।


রবিবার (৩১ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড পার কিফাইত নগরের তালুকদার বাড়ির রাস্তার মাথায় সাকিল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।


আটক যুবক আসলাম খান ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসি গ্রামের হুমায়ুন খানের ছেলে।


জানা যায়, দুপুর ১২টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে সন্দেহভাজন আসামী আসলাম খানকে আটক করে তার শরীর তল্লাশি চালানো হয়। পরে তার পরিহিত কালো প্যান্টের বাম পাশের পকেট থেকে সাদা জিপার পলিপ্যাকের মধ্যে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৭০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



ডিবি পুলিশ জানায়,  উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।