
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজধানীর পল্টন থানাধীন বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন— মো. সুজন (৩০), নজরুল ইসলাম মৃধা (২৫), আল-আমিন (৩১) এবং আইনশৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডে জড়িত কিশোর মো. পারভেজ (১৬)।অভিযানে তাদের কাছ থেকে ৯৮০ পিস গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়েছে। যার মোট ওজন ৩ কেজি ৭৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন ধরে সুলভ মূল্যে গাঁজা কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করার কথা স্বীকার করেছে আটকরা। র্যাব জানায়, এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে পূর্বে ডেমরা, ওয়ারী ও পল্টন থানায় তিনটি এবং সুজনের বিরুদ্ধে চুরি ও মাদক মামলাসহ দুটি মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।