
ছবিঃ বিপ্লবী বার্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে চলছে জাকসু নির্বাচনের আমেজ। এ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ৪৮ ব্যাচের নেপালি শিক্ষার্থী আবিদ হোসাইন। তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবিদ মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আবিদ হোসাইন জানান, "তিনি লায়ন্স ক্লাব ও রেড ক্রস ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। সেসব সংগঠনের সামাজিক কার্যক্রমের অংশ হতে পেরে তিনি গর্বিত। দীর্ঘদিন বাংলাদেশে থাকার সুবাদে এখানকার সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।"
তিনি বলেন, "শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ছাত্র প্রতিনিধিত্ব জরুরি। তাই নির্বাচনে অংশ নিয়ে সুযোগ পেলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।"