ইবিতে সিআরসির বৃক্ষরোপন কর্মসূচি
ছবিঃ বিপ্লবী বার্তা

কাম ফর রোড চাইল্ড (সিআরসি)ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।



শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৃক্ষরোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআরসি সংগঠনের কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩-২৪ অর্থবছরের সভাপতি শহীদ কাওসার এবং ২৪-২৫ অর্থবছরের সাধারণ সম্পাদক মশিউর রহমান ও প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী।



এসময় তারা কাঠগোলাপ, কামিনি, জবা,কাঁঠালি চাপা, শিউলি, মেস্তাজবা গাছ রোপণ করে।



উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে সিআরসি স্কুলের শিশুদেরকে শেখানো হয় পরিবেশ সচেতনতা এবং পরিবেশের রক্ষার জন্য বৃক্ষরোপনের গুরুত্ব। এবং বাচ্চাদের দ্বারা ক্যাম্পাসের ডায়না চত্ত্বর, শহীদ মিনার প্রাঙ্গন ও টিএসসিসির সামনে গাছ লাগানো হয়।



সংগঠনের সাধারণ সম্পাদক ফারিহা আঁখি জানান, এই কর্মসূচির মাধ্যমে ছোট শিশুদের বৃক্ষের প্রয়োজনীয়তা জানানো এবং ক্যাম্পাসে সবুজের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত।



সভাপতি মো. নাজমুল হাসান বলেন, এটি নতুন কমিটির প্রথম কাজ। এর মাধ্যমে আমরা বাচ্চাদের বৃক্ষের প্রয়োজনীয়তা ও বৃক্ষের সংখ্যা বৃদ্ধির উপায় সম্পর্কে শিক্ষা দিয়েছি এবং বাচ্চাদের সাথে নিয়ে ক্যাম্পাসকে আরো সবুজ করে তোলার ক্ষুদ্র চেষ্টা করেছি।