কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাওডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবি সূত্রে জানা গেছে, ফুলবাড়ী সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অনন্তপুর ক্যাম্পের টহলরত সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে তাদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ভারতে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশী করলে তাতে ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
একই সময়ে, নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তে একটি পৃথক অভিযানে বিজিবি সদস্যরা আরেকটি অভিযান চালায়। সেখানে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার পর তল্লাশী করে ৪ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৪৫০ টাকা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আমরা মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে কার্যক্রম অব্যাহত রাখছি।”
বিজিবি জানায়, মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত কম্বল ও গাঁজা স্থানীয় ক্যাম্পে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
                                
                                
                                
                                
                                
                                
