
ছবিঃ বিপ্লবী বার্তা
রশিদ খানের নামের পাশে অনেক রেকর্ডই জড়িয়ে আছে।
তবে সেই তালিকায় যে কীর্তি সবার কাছে কাঙ্ক্ষিত নয়, সেটিও এখন আর তার একার নয়। ইংলিশ পেসার স্যাম কুক সেটি ভাগ করে নিলেন।
চলতি বছরের মে মাসে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কুক, দ্য হানড্রেডে নাম লিখিয়েছেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে।উল্লেখ্য, হানড্রেডে প্রতিটি ওভার হয় ৫ বলে। গতকাল তিনি ৫ বলের এক সেটে খরচ করেছেন ৩১ রান।
১ বলেই দিয়েছেন ১৩ রান,৫বলে ৩১, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়সাপেক্ষ ওভার। হানড্রেডে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৩০ রান দেওয়ার রেকর্ড ছিল আফগান স্পিনার রশিদের দখলে। যেটি করেছিলেন তিনি গত মৌসুমে।