হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ আগস্ট ২০২৫ তারিখে স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুর ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন তুর্য দেব বর্মণ।

কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন জায়েদী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাব্বির রহমান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুশফিকুর রহমান। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


এস কে আর