সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ মানববন্ধন
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বাজিতপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে।

শুক্রবার বিকেলে শহীদ চত্বরে মুক্ত সাংবাদিক মঞ্চ-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কালের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক সভাপতি শেখ জসিম, সহ-সভাপতি ও আমার কাগজ পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ ফারুক মিয়া, মানবজমিন বাজিতপুর প্রতিনিধি ও সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মানিক, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মোঃ লিয়াকত আলী নান্টু, অর্থ সম্পাদক আব্দুল সলিম, প্রতিদিনের কাগজ বাজিতপুর প্রতিনিধি ও উপজেলা রিপোর্টাস ক্লাবের প্রচার সম্পাদক ইফরানুল হক সেতু, আমার দেশ প্রতিনিধি শিল্পী বণিক, দপ্তর সম্পাদক রাজ্জাকুন্নাহা সুমি এবং আমার সংবাদ প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খসরু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান।