
২০২৫ সালের ডিসেম্বরে দেশে সরকারি প্রাথমিক (পঞ্চম শ্রেণি) পরবর্তী ধাপে, সকল ইবতেদায়ি মাদরাসায়ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফিরে আসছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশ (৬ আগস্ট ২০২৫) অনুযায়ী, বোর্ডের আওতাধীন মাদরাসার শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক হবে এবং অংশ নিতে পারবে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী।
পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর ২০২৫। পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে:
কুরআন মাজিদ ও আকাইদ ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান (যোজিত)—প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ নম্বর, মোট ৫০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সিলেবাস ও নম্বরবণ্টন বোর্ড শিগগিরই প্রকাশ করবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর ফের চালু হচ্ছে মাদ্রাসা-স্তরের এই বৃত্তি পরীক্ষা—পূর্বে এটি সর্বশেষ হয়েছিল ২০০৯ সালে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চালুর সময় ।
অপরদিকে, একই সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাখাতেও বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে পৃথকভাবে হবে, যা ২০০৯ সালের পর প্রথমবার চালু হচ্ছে, এবং সেই পরীক্ষার সম্ভাব্য তারিখও ২১–২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে ভর্তিতে অগ্রাধিকার পাবে এবং মাসিক উপবৃত্তি লাভ করবে