
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাদক সেবী যুবককে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ওই যুবকের নাম রাসেল মিয়া (২৩)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে এবং সোনাহাট স্থলবন্দরের পাথর ব্যবসায়ী।
জানাগেছে, মঙ্গলবার (২৯ জুলাই ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের একটি উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবন ও পরিবহনের দায়ে রাসেল মিয়াকে হাতে নাতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) গ ও ৩৬(৫)ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভীত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং ভূরুঙ্গামারীতে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।