৫ পদে ৭০ জন: ভোলা সিভিল সার্জনের অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবিঃ সংগৃহীত

ভোলা সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭০ জন জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ২৮ জুলাই ২০২৫ (সোমবার) সকাল ৯টা থেকে এবং চলবে ১৭ আগস্ট ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত । পদের বিবরণ ছাড়াও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

পদের বিবরণ অগ্রণীভাবে নিম্নে উপস্থাপন করা হলো: পরিসংখ্যানবিদ হিসেবে ১ জন নিয়োগ – বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা, স্টোর কিপার হিসেবে ২ জন – বেতন ৯৩০০–২২৪৯০ টাকা, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ৭ জন – একই বেতন স্কেল, স্বাস্থ্য সহকারী হিসেবে ৫৯ জন – বেতন ৯৩০০–২২৪৯০ টাকা, আর গাড়িচালক পদে ১ জন – বেতন স্কেল ৯৭০০–২৩৪৯০ টাকা।

আবেদনযোগ্যতা অনুযায়ী, প্রার্থীকে ৩০ জুন ২০২৫ তারিখে তার বয়স ১৮ ৩২ বছরের মধ্যে হতে হবে; বয়েস প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র নির্ধারিত সনদগ্রহীত বয়স বিবেচিত হবে । আবেদন করতে হবে অনলাইনে Teletalk ওয়েবসাইট এর মাধ্যমে; অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না ।

আবেদন ফি পরিশোধের জন্য আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১০০ টাকা পরীক্ষার ফি এবং ১২ টাকা সার্ভিস চার্জ, মোট ১১২ টাকা SMS পদ্ধতিতে জমা দিতে হবে । এছাড়া যারা পূর্বে একই পদে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই, এবং প্রার্থীকে অবশ্যই ভোলার স্থায়ী বাসিন্দা হতে হবে । পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রযোজ্য প্রার্থীদেরকে SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।