
ছবিঃ সংগৃহীত
কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত হওয়া HSC ও সমমানের পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে—এই তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন রোববার বিকেলে ।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), হিসাববিজ্ঞান (১ম পত্র) এবং যুক্তিবিদ্যা (১ম পত্র) পরীক্ষা স্থগিত করা হয়েছিল ।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রগুলোতে প্রার্থীরা নতুন সময়সূচি অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকবেন।