টানা ২৬ বল বাউন্ডারিহীন পাকিস্তান, বিপর্যয়ে পড়ে ৫ উইকেট
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের রান এখন ৮ ওভারে ৪৬/৫।

টানা ২৬ বল ধরে কোনো বাউন্ডারি আসেনি। এমন সময় পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। অফ স্পিনার মেহেদী হাসান আবার বোলিংয়ে ফেরেন। তাঁর ডেলিভারি অন সাইডে ঠেলে এক রান নেওয়ার চেষ্টা করেন ফখর জামান। মেহেদী দ্রুত দৌড়ে গিয়ে বল ছুড়ে দেন স্ট্রাইকিং এন্ডে। উইকেটরক্ষক লিটন দাস চটজলদি বেল ফেলে দেন—ক্রিজে পৌঁছাতে ব্যর্থ হন মোহাম্মদ নেওয়াজ। ৪৬ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটে পাকিস্তানের।