
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক “জাতীয় সমাবেশ” — যেখানে সমর্থকদের অনাগত ঢল শহরের কেন্দ্রজুড়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
ভোর থেকেই সোহরওয়ার্দী উদ্যান ও আশপাশের রাস্তা-ঘাটে নেতাকর্মীদের সমাগম শুরু হয় — ইউডানের আশেপাশে ‘দাঁড়িপাল্লা’ স্লোগান ও পতাকা নিয়ে মিছিল চলে একত্রে জায়গা দখলের উদ্দেশ্যে ।
অফিসিয়াল হিসাব অনুযায়ী, প্রায় ১০ লাখ নেতা-কর্মী যোগ দিয়েছেন — বাস, ট্রেন থেকে শুরু করে লঞ্চেও তারা প্রবেশ করছেন মিছিলে যোগ দিতে ।
সকাল ৯:৩০ নাগাদ স্টেজের আশেপাশের সব সিট পূর্ণ হয়ে যায়; সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যাপ্ত আলো-সাউন্ড ব্যবস্থা করা হয় ।২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক দায়িত্বে নিয়োজিত ছিলেন — এরা প্রবেশপথে লোকজনকে গাইড করছেন ও নিরাপত্তা নিশ্চিত করছেন ।
রেলপথ, নৌপথ, সড়কপথে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে কয়েক হাজার বাস, ৪টি বিশেষ ট্রেন ও লঞ্চের মাধ্যমে সমাবেশে মানুষ পৌঁছেছে ।