জামায়াতের ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ
ছবিঃ সংগৃহীত

আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিকেল দুইটায় শুরু হওয়া এ সমাবেশে দলের আমির শফিকুর রহমান সভাপতিত্ব করবেন এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জমায়েত শুরু হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল করে সমাবেশস্থলের দিকে পৌঁছাচ্ছেন, পাশাপাশি মেট্রোরেলে তাদের সুনির্দিষ্ট উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে । মিছিলে ‘সমাবেশ সফল’— এই স্লোগান উচ্চারিত হচ্ছে।

জামায়াত গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে এবং এদিন তারা বক্তব্যও রাখবেন ।

এই সমাবেশ স্বাধীনতা-উত্তর যুগে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে । আগামী জাতীয় নির্বাচন ও ভারসাম্যপূর্ণ সংস্কারের দাবি তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক গোপালগঞ্জে এনসিপির সমাবেশ চলাকালে সংঘর্ষের প্রেক্ষাপটও সমাবেশের রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

বছরের গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে জামায়াত বড় ধরনের সমাবেশ করতে রেলপথ, নৌপথ এবং সড়কপথে ব্যাপক প্রস্তুতি নিয়েছে — শত শত বাস, স্পেশাল ট্রেন ও নৌযান ব্যবস্থার মাধ্যমে সমাবেশস্থলে নেতা-কর্মীদের আনাগোনা নিশ্চিত করা হয়েছে ।