সাগরে গোসলে নেমে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, নিখোঁজ দুই বন্ধু
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন তাঁর আরও দুই সহপাঠী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে তিনি অবস্থান করতেন।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা দুজনেই একই বিভাগের ও হলের শিক্ষার্থী এবং বগুড়া জেলার বাসিন্দা।

সহপাঠীদের বরাতে জানা গেছে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়। পরীক্ষার পর বিকেলে সাদমানসহ পাঁচজন শিক্ষার্থী ঘুরতে যান কক্সবাজারে। আজ সকালে তিনজন মিলে হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নামলে হঠাৎ জোয়ারে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের নিথর দেহ সৈকতে ভেসে উঠলেও বাকি দুইজন এখনো নিখোঁজ।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি ড. মোহাম্মদ সোহাইব বলেন, সাদমানের মরদেহ এখনো হিমছড়ি এলাকায় রয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, সকাল ৯টার দিকে তিনি ঘটনাটি জানার পর কক্সবাজারের পর্যটন পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। তবে উত্তাল সাগরের কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসিফ খান জানান, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।