মরুপ্রান্তরে মহরণ, কে হাসবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের শেষ হাসি
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের মরুপ্রান্তরে আজ ফুটবলের মহারণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে এই দুই জায়ান্ট। একদিকে বার্সেলোনার দাপট ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য এটি গত বছরের হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ।


গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার কাছে চারবার পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। যার মধ্যে অন্যতম ছিল গত বছরের ১৩ জানুয়ারি এই একই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সেই ম্যাচে বার্সার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়াটা এখনো ভুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা।


রিয়াল গোলরক্ষক থিবু কর্তুয়া সাফ জানিয়ে দিয়েছেন তাদের লক্ষ্যের কথা। তিনি বলেন, “আমাদের জিততেই হবে। গত বছর তাদের কাছে দুটি ফাইনালে হেরেছি। এবার আমরা তাদের মতোই দাপট দেখিয়ে জিততে চাই। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত।”


এই ফাইনালের সবচেয়ে আলোচিত বিষয় কিলিয়ান এমবাপ্পে। বাঁ হাঁটুর ইনজুরির কারণে তিন সপ্তাহের বিশ্রামে থাকার কথা থাকলেও দলের প্রয়োজনে তাকে উড়িয়ে আনা হয়েছে সৌদি আরবে। খবর চাউর হয়েছে, প্রয়োজনে ইনজেকশন বা ব্যথানাশক দিয়ে হলেও চলতি মৌসুমে ২৯ গোল করা এই ফরাসি তারকাকে মাঠে নামাবে রিয়াল কর্তৃপক্ষ।


রিয়াল বস জাবি আলোনসো এ প্রসঙ্গে বলেন, “এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত হবে। আমাদের ঝুঁকির মাত্রা বুঝতে হবে। আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মঘাতী হতে চাই না, তবে ফাইনালের গুরুত্বও মাথায় আছে।”


অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে তারা। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এমবাপ্পেকে ‘বিশ্বসেরা স্ট্রাইকার’ মানলেও রিয়ালের প্রতিশোধের হুমকিকে পাত্তা দিচ্ছেন না।


ফ্লিক মনে করিয়ে দেন, এমবাপ্পে থাকার পরও গত দেড় বছরে হওয়া ক্ল্যাসিকো গুলোর প্রায় সবকটিতেই জিতেছে বার্সা। তিনি বলেন, “খেলাটা শুধু এমবাপ্পের বিপক্ষে নয়, পুরো রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আমরা সেভাবেই প্রস্তুত হয়েছি।”