
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সোমবার (৭ জুলাই) এক সতর্কবার্তায় জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশের অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে সাগরে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো ও দমকা হাওয়া বইতে পারে।
এ প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।
আবহাওয়া অফিস জানিয়েছে, সতর্ক সংকেত জারির উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার বিষয়ে আগে থেকেই সাবধানতা অবলম্বন করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।