চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড়ধসের শঙ্কা
ছবিঃ সংগৃহীত

দেশে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড়ধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও জানানো হয়েছে।

আজ রোববার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এদিকে চট্টগ্রামে গত দুই দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ সকালেও থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) পতেঙ্গায় ৩৩ মিলিমিটার এবং নগরীর আমবাগানে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এটি মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলেই হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চল, সমুদ্রবন্দর ও উত্তর বঙ্গোপসাগরে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।