
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাক ও একটি হাইওয়ে পুলিশের টহল গাড়ির পেছনে পঞ্চগড়গামী ‘অরিন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার আলমগীর হোসেন (৪০ ৪১) ও জামালপুর সদর উপজেলার আশরাফুল (৪০ ৪২)। দুর্ঘটনায় গুরুতর আহত হন বড়দরগা হাইওয়ে থানার কনস্টেবল মিজানুর রহমান ও সার্জেন্ট পলাশ চন্দ্র পালসহ পুলিশ সদস্য ও বাসের বেশ কয়েকজন যাত্রী—মোট ৭–১০ জন হতাহত হয় । আহতদের মধ্যে মিজানুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে । বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জানান, দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।
বর্তমান ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় আদালতের নির্দেশক্রমে সংশ্লিষ্ট যানবাহনগুলো হেফাজতে রেখেই প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।