আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে বের হলো তাজিয়া মিছিল
ছবিঃ সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। কালো পাঞ্জাবি পরা, খালি পায়ে হাঁটা, মাথায় কালো পতাকা বাঁধা হাজারো মানুষ 'হায় হোসেন, হায় হোসেন' মাতম তুলে মিছিলে অংশ নেন।

মিছিল উপলক্ষে সকাল থেকে হোসেনি দালানে ভিড় করতে থাকেন শিয়া সম্প্রদায়ের মানুষ। ঐতিহ্যবাহী এই শোকমিছিল বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব এলাকা অতিক্রম করে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলের আয়োজক হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী জানান, শত শত বছর ধরে এই শোক মিছিল হয়ে আসছে। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে ও মানুষের মাঝে তার বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

মিছিলে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা মো. ইমন বলেন, ‘আজকের দিনে ইমাম হোসেন (রা.) ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হন। সেই শোকেই আমরা মিছিলে এসেছি।’

সরেজমিনে দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া যুবকরা কালো পোশাকে শোক প্রকাশ করছেন। কারও হাতে ছিল নিশান, আলম কিংবা দুলদুল ঘোড়ার প্রতীক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পূর্বেই জানানো হয়েছিল, মিছিলে দা, ছুরি, কাস্তে, বল্লম, লাঠি, তরবারি বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি বা পটকা ফোটানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়।

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এ দিনটি শোকাবহ ও গভীর তাৎপর্যপূর্ণ। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হন। তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও অনুসারীরাও ফোরাত নদীর তীরে নির্মমভাবে প্রাণ দেন। ‘আশুরা’ শব্দের অর্থ দশম, আর মহররম মানে সম্মানিত—এই দিনের শোক আজও তীব্রভাবে অনুভব করেন মুসলিম বিশ্ব।