ফ্যাসিবাদের ছায়ায় নয়, সংস্কারের আলোয় নির্বাচন চায় জামায়াত
ছবিঃ সংগৃহীত

“এই পরিস্থিতিতে কীসের নির্বাচন?”—এমন প্রশ্ন তুলে দেশে সুষ্ঠ ভোট আয়োজনের আগে রাজনৈতিক পরিবেশ ও মৌলিক সংস্কার নিশ্চিতের কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, "পাটগ্রাম আমাদের চোখের সামনে। এই পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় না। এখন দেশে যে অবস্থা চলছে, তাতে কোনোভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের আগে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।”

রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় তিনি বলেন, “সুষ্ঠ নির্বাচনের জন্য মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা সেই সংস্কারের কথা বলেছি এবং তা আদায় করে ছাড়ব।”

জনসভায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের খুনিদের বিচার, নির্বাচনপূর্ব সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ চার দফা দাবি তোলা হয়। সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলার নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হন। জুমার নামাজের পর মাঠ ও আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন কেউ দেখলে তা আমরা দুঃস্বপ্নে পরিণত করব। প্রশাসনিক ক্যু, মাস্তানতন্ত্র, কালো টাকার খেলা আর বরদাস্ত করা হবে না।”

নেতাদের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছরে আমাদের বহু নেতা শহীদ হয়েছেন। তারা বেঁচে থাকলে জাতিকে আশার বাণী শোনাতেন। শহীদদের লড়াই আমাদের চলমান থাকবে।”

সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আমির আজম খান। বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আবদুল হালিম, মাহবুবার রহমান বেলাল, শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী, আবদুর রহমান কাশেমী, শেরে খোদা আসাদুল্লাহ ও যোগেন চন্দ্র বর্মণ।

প্রশ্ন রয়ে যায়—সংস্কারহীন নির্বাচনের আয়োজন কি শহীদদের রক্তের প্রতি সুবিচার?