নেইমারের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না ক্রিস ওয়াডল
ছবিঃ বিপ্লবী বার্তা

ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর নেইমার। যার নামেই জড়িয়ে আছে হাজারও ফুটবল প্রেমীদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু এবার সেই স্বপ্ন যেন হালকা দিশাহীন হয়ে দাঁড়িয়েছে। বাঁ হাঁটুর গুরুতর চোট আর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার কারণে নেইমারের বিশ্বকাপ জয় এখন প্রশ্নবিদ্ধ। 


নেইমারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল করলেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন 'সে (নেইমার) হয়তো ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে। সত্যি বলতে কি, ব্রাজিল এখন আগের মতো শক্তিশালী নয়। নেইমার হয়তো দলে ঢুকবে, কিন্তু আমি ওর বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছি না।’ তিনি আরও বলেন, “কোনো বড় ক্লাব নেইমারকে খেলোয়াড় হিসেবে দলে নেবে না; থাকলে হবে শুধু তার জনপ্রিয়তা আর জার্সি বিক্রির কারণে।”


তবে নেইমার হার মানছেন না। ‘টার্ডেজিনহা’ অনুষ্ঠানে স্টেজে উঠে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য যা সম্ভব সবই করবেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করবেন। ফাইনালে ওঠার পর তিনি গোল করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নেইমারের জন্য চ্যালেঞ্জও বড়—ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শতভাগ ফিট থাকার শর্ত দিয়েছেন।


আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে নেইমারের। সম্ভাব্য গন্তব্য হিসেবে ইন্টার মায়ামি বা কিছু ইউরোপীয় ক্লাবের নাম শোনা গেলেও বিশেষজ্ঞদের মতে, তার মাঠের পারফরম্যান্স আর চোটের ইতিহাস বড় ক্লাবের জন্য ঝুঁকি। 


একদিকে আছে তার বিশ্বকাপের স্বপ্ন, অন্যদিকে চোট, সময়ের চাপ আর ক্লাবের অনিশ্চয়তা। মাঠে ফেরার লড়াই চলছেই, কিন্তু এই জাদুকরের ভবিষ্যৎ ফুটবলপ্রেমীদের জন্য এখন এক রহস্যময় নাটকের মতো।