ছবিঃ বিপ্লবী বার্তা
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়েরপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের শীর্ষ নেতারা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ফরমটি সংগ্রহ করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল রোববার বেগম খালেদা জিয়ার পক্ষে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল।
ফরম সংগ্রহের বিষয়ে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়াতে আজ গাবতলী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।’
উল্লেখ্য, বগুড়া-৭ আসনে মোট ৫ লাখ ৩১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

