“মহান বিজয় দিবসে সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‍্যালি”
ছবিঃ বিপ্লবী বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা যুববিভাগের আয়োজনে র‍্যালিটি শহরের কাটিয়া আমতলা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন, সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান শহিদ হাসানসহ জেলা যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


র‍্যালিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের বীরত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। এসময় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশকে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত নেতারা।