নওগাঁয় জামায়াতের বিজয় দিবস পদযাত্রা
ছবিঃ বিপ্লবী বার্তা

“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় জামায়াতে ইসলামির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বাইপাস জেলা পরিষদ শিশু পার্ক থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

‎পদযাত্রায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌর জামায়াতের আমির ওবায়দুল হক, ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি আসফারুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।