ছবিঃ বিপ্লবী বার্তা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের পুরনো কমিটির বিদায় ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
গতকাল, দুপুর ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং আধুনিক প্রযুক্তি হিসেবে জিআইএস (জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম) বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ৩০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথি, উপদেষ্টা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

