হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ছবিঃ বিপ্লবী বার্তা

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।  


রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।


উক্ত মামলায় পাঁচটি অভিযোগ উত্থাপন করেছে প্রসিকিউশন। বর্তমানে ১৩ আসামির মধ্যে তিনজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।


এছাড়া শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিরা হলেন, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব) মখসুরুল হক। 


গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি চারটি গ্রাউন্ড তুলে ধরে অব্যাহতির আবেদন জানান। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতনের তিনটি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা জানান ট্রাইব্যুনাল। অপর গ্রাউন্ডটি ছিল গুমের অভিযোগ। 


দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা ডিসচার্জ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আদালত আজকের দিন ধার্য করেন।