কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ‘রান উইথ কুবি শিবির’ কর্মসূচি অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

প্রায় সাতশ শিক্ষার্থীদের নিয়ে ‘রান উইথ কুবি শিবির’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। বিজয়ের ৫৪ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে শহিদদের আত্মত্যাগকে স্মরণে ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যাজিক প্যারাডাইস, সিসিএন, লালমাই উদ্ভিদ উদ্যান হয়ে আবার ক্যামপাসের প্রধান ফটকে এসে শেষ হয়। 


শাখা সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থীরা অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন। যার মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য একটি টি-শার্ট এবং সকালে নাস্তার ব্যবস্থা রাখা হয়।


এসময় কুবি শাখা শিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম ও সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবিরের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাবেক সভাপতিসহ আরো কয়েকজন সাবেক নেতৃবৃন্দ। 


শাখা শিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির বলেন, "ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে" রান উইথ সিওইউ শিবির" আমরা আমাদের মোটোতে রেখেছি রান ফর ইনস্পারিং, রান ফর ভিক্টোরি। আমরা এই কর্মসূচির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে বিজয় দিবসকে স্মরণ করছি। পরীক্ষার কারণে বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে আজ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরবর্তীতে তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের গিফটগুলো পেয়ে যাবেন। আমরা বিশ্বাস করি, এরকম আয়োজনের মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যাবো। ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য সবসময় কাজ করে এসেছে। ভবিষ্যতেও কাজ করে যাবে।


শাখা শিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, "আমাদের অনেক ভাই রেজিস্ট্রেশন করেছেন শহরে থাকার কারণে এবং এত সকালে বাস না থাকার কারণে আসা সম্ভব হয়নি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা ভাইদের গিফটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের বোনেরা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"


ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, "গতকাল আমাদের জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদী ভাই গুরুতর হামলার শিকার হয়েছেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ভাইয়ের জন্য আল্লাহ তায়ালার কাছে সুস্থতার জন্য দোয়া করছি, আল্লাহ তায়ালা যেন ভাইকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকের এই দিনটার জন্য অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম, অনেক চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে শাখা ছাত্র শিবির। 


তিনি আরো বলেন, "ছাত্র শিবির গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে গিয়ে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করে থাকে। আমরা বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা এবং সকালবেলার ঘুম পরিত্যাগ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি সেটাতে অভ্যস্ত করতে আমাদের আজকের কর্মসূচি এবং আমরা আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত হবে।"