নলছিটিতে ওসমান হাদির বাড়িতে চুরি
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।


শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সময় ঘরে কেউ ছিলনা।হাদী গুলিবিদ্ধ হবার পর তার পরিবারের সদস্যরা ঢাকায় চলে যায়।  


এই বিষয়ে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।’


নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘রাতে আমাদের টিম টহলে ছিল। তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।’