ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেওয়া হয়েছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, 'নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।'
তবে এ বিষয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, "আমরা শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে কোথায় তা আমরা জানি না। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।"
এদিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, 'দুপুর আড়াইটার পর তাঁকে হাসপাতালে আনা হয়। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউ তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন।'
এর আগে, গত ১৪ই নভেম্বর তার ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। গত নভেম্বর মাসেও দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে এ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কারও কাছ থেকে কোনো বক্তব্য এখন অবধি পাওয়া যায়নি।

