
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া গেছে যশোর সদর উপজেলার জিল্লুর রহমান (৬৫), ডা. মো. আবদুল আলিম (৬০), হালিম (৫৫) এবং বাসের হেলপার হাসিব (৩২)।
হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে ঢাকামুখী ‘হামদান এক্সপ্রেস’ নামের একটি নাইট কোচ চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়।
দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে অংশ নেয়। গুরুতর আহতদের মধ্যে অন্তত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদির জিলানী জানান, দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালকরা পলাতক। দুর্ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন।