ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে শোকের ছায়া
ছবিঃ বিপ্লবী বার্তা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ইসরাত জাহান কারুবি আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তরুণ এই শিক্ষার্থীর অকালপ্রয়াণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং প্রশাসনের সদস্যরা তার এই আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন:

"اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا، وَثَبِّتْهَا عِندَ السُّؤَالِ، وَنَوِّرْ قَبْرَهَا، وَاجْعَلْ قَبْرَهَا رَوْضَةً مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَاجْمَعْهَا مَعَ الصَّالِحِينَ فِي الْفِرْدَوْسِ الْأَعْلَى।"

অর্থাৎ: হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, দয়া করো, প্রশ্নোত্তরের সময় তাকে দৃঢ় রাখো, তার কবরকে আলোকিত করো, জান্নাতের বাগানের একটি বাগানে পরিণত করো এবং তাকে সৎ লোকদের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলেন, “আল্লাহ তাঁকে শহীদের মর্যাদা এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।”

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার কারুবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং এই শোকের মুহূর্তে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কারুবির মৃত্যু বিশ্ববিদ্যালয় ও তার সহপাঠীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তরুণ এই শিক্ষার্থী ছিলেন মেধাবী, উদ্যমী এবং ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা। তার শূন্যতা দীর্ঘদিন অনুভব করবে বিশ্ববিদ্যালয় পরিবার।