অ্যানফিল্ডে যেন অস্থিরতার ঝড়! লিভারপুলের দীর্ঘদিনের ভরসা, গোলমেশিন মোহামেদ সালাহ এখন দলের উপেক্ষিত সদস্য। লিডস ইউনাইটেডের বিপক্ষে বেঞ্চে বসে থাকা আর তারপরই সাড়া ফেলা এক সাক্ষাৎকারে ক্ষোভে ফেটে পড়েন এই মিসরীয় তারকা। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে বলির পাঁঠা বানানো হচ্ছে। এমনকি তিনি জানিয়ে দিলেন, ব্রাইটনের বিপক্ষে ম্যাচটিই হতে পারে লিভারপুলের জার্সিতে তাঁর শেষ নাচ।
গত মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন সালাহ। গোল্ডেন বুট জিতে প্রমাণ করেছিলেন, তিনি এখনো দলের সেরা ভরসা। কিন্তু সব বদলে গেল খুব দ্রুতই। দলের অবনতি, ধারাবাহিক হার আর তার জের যেন গিয়ে পড়ল সালাহর ওপর। সমালোচনার তীর তাক করা হলো তাঁর দিকে। এরপরই শুরুর একাদশ থেকে বাদ, টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে।
লিডসের বিপক্ষে ম্যাচের পর অ্যালান রোডে বিস্ফোরক সেই সাক্ষাৎকারে আটকানো ঢল খুলে দিলেন সালাহ। সরাসরি কোচ আর্নে স্লটকে উদ্দেশ্য করে বলেন, ‘কেউ একজন চাইছে সব দোষ আমার ওপর চাপাতে। আগে কোচের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এখন নেই। কেন নেই, তা ভাবলেই অবাক লাগে।’
লিভারপুল যে প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্যাচের ছয়টিতে হেরেছে তা মনে করিয়ে দিয়ে সালাহ বলেন, ‘আমি স্পষ্ট বুঝতে পারছি, আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এমন পরিস্থিতি আমি মেনে নিতে পারছি না।’
সর্বোচ্চ বিস্ময় ছিল তাঁর বেঞ্চে বসে থাকা নিয়ে মন্তব্যে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে কখনো এমন হয়নি যে টানা তিন ম্যাচ আমাকে ৯০ মিনিট বেঞ্চে থাকতে হয়েছে। এটা অসম্মানজনক। মনে হচ্ছে, ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে।’
এরপরই সালাহ জানিয়ে দেন আসন্ন অধ্যায়ের কথা, তিনি বলেন, ‘মা-বাবাকে বলেছি ব্রাইটনের ম্যাচে থাকতে। খেলি বা না খেলি, আমি সমর্থকদের বিদায় জানাব। আফ্রিকান কাপ অব নেশন্সের পর কী হবে, জানি না।’
সব মিলিয়ে একটাই স্পষ্ট, অ্যানফিল্ডে নতুন অধ্যায় শুরু হলেও সালাহ অধ্যায় হয়তো খুব দ্রুতই শেষ হতে চলেছে। লিভারপুলের সঙ্গে তাঁর সম্পর্ক এখন টানটান, আর বিদায়ের সুর যেন আরও জোরালো হয়ে উঠছে।

