মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণায় নেমে সুশাসন, স্বচ্ছতা ও দেশের অর্থ বিদেশে পাচার রোধের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি অধ্যাপক একেএম ফখরুদ্দীন রাজী।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের সম্পদ রক্ষায় দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়তে আমাদের দল প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, 'দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' গণসংযোগকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খিদির আব্দুস সালাম, শ্রীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরজামান মীর, উপজেলা সুরা সদস্য হাফেজ মজিবুর রহমান, বাঘড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হাবিল খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

