কাঁঠালিয়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগ ও দোয়া মাহফিল
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের উদ্যোগে শুক্রবার বিকেলে কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।


দোয়া পরবর্তী বিস্তীর্ণ মিছিল শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগে পরিণত হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেয়। রফিকুল ইসলাম জামাল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


গণসংযোগে অংশগ্রহণকারীরা বলেন, 'দীর্ঘদিন পর জনগন ধানের শীষের পক্ষে ভোট দিতে উন্মুখ।' এছাড়া রফিকুল ইসলাম জামাল ভোটারদের কাছে উন্নয়নের নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “এ অঞ্চলের অনুন্নত মানুষের ভাগ্য পরিবর্তন, কৃষক ও শ্রমজীবী উন্নয়ন এবং নদীভাঙন রোধই আমার প্রধান লক্ষ্য। এছাড়া আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।”


গণসংযোগ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ নান্টু, কাঠালিয়া বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নিজাম হোসেন মীরবহর, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।