ঝালকাঠি প্রেসক্লাব  নির্বাচনের তফসিল ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনার পূর্ণ সময়সূচি ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম।


তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মনোনয়ন যাচাই করা হবে এবং একই দিন বিকাল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর সকাল ১০টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সাধারণ সভায় ফলাফল ঘোষণা করা হবে।


নির্বাচনে মোট ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং ৪ জন নির্বাহী সদস্য। প্রতিটি পদের জন্য নির্ধারিত মনোনয়ন ফি হলোস, ভাপতি পদে ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক ৪,০০০ টাকা, সহ-সভাপতি ৩,০০০ টাকা, সহ-সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদের জন্য ২,০০০ টাকা এবং নির্বাহী সদস্য পদের জন্য ১,০০০ টাকা। নির্ধারিত ফি জমা দিয়েই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রেসক্লাবের ৪৫ জন সদস্যের মধ্যে ৪২ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন,  প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আককাস সিকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল, দূরযাত্রা সম্পাদক ও সমকাল জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ এবং একুশে টিভির প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম বলেন, “নির্বাচন যেন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”