গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দিঘীর পাড়ের তিনটি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারা প্রায় ১০০ অসহায় পরিবারের ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার, '২ ডিসেম্বর গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সচিব মো. শাহ আলম বকশীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী, কম্বল এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়েছে।'
প্রতিটি পরিবারের হাতে সামগ্রী তুলে দিতে উপস্থিত ছিলেন মো. শাহ আলম বকশী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনের জন্য ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা নেতা-কর্মীরা জানান, 'এই ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব এবং সমাজকল্যাণে অবদান রাখা।'

