বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হবিগঞ্জে গণদোয়া
ছবিঃ বিপ্লবী বার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হবিগঞ্জে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২ ডিসেম্বের) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে এ গণদোয়ার আয়োজন করে জেলা বিএনপি। 


এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। এছাড়া এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ‍্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, অ‍্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল প্রমুখ। গণদোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। 


জি কে গউছ বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু নেত্রী নন, তিনি আমাদের মা। আমাদের অভিভাবক। দেশের অভিভাবক। আজ আমাদের মা অসুস্থ। এখন আমাদের মায়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দোয়া। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চান।'