ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামে ‘বইয়ের ডানায় স্বপ্নউড়াল’ শ্লোগানকে সামনে রেখে নতুন ঘাষফড়িং পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
সোমবার বিকেলে কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপাড়ে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান, লেখক ও সাহিত্যিক সুশান্ত বর্মন প্রদীপ জ্বালিয়ে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শ্যামল ভৌমিক, কবি সাম্য রাইয়ান, সাহিত্যিক মোখলেছুর রহমান, শিক্ষক জ্যোতির্ময় বর্মন, সাহিত্য কর্মী নুসরাত জাহান, জয়নাল আবেদিন, রাজ্য জ্যোতি সাংবাদিক আব্দুল ওয়াহেদ, সুজন মোহন্ত প্রমুখ।
পাঠাগারটি আগামী এক মাসের মধ্যে শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত করা হবে।

