যশোরে বিএনপির সভাপতি ও সম্পাদকে কারণ দর্শানোর নোটিশ
ছবিঃ বিপ্লবী বার্তা
যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।


সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


নোটিশে বলা হয়েছে,  দলের নীতি, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে সভাপতি আবুল হাসান জহির ও সম্পাদক নুরুজ্জামান লিটনের বিরুদ্ধে। সেই কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিকট জবাব জমা দিতে বলা হয়েছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, দলীয় নেতাকর্মীদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো সভা, সমাবেশ, মিছিল বা মোটরসাইকেল মহড়া না করার জন্য। কিন্তু নির্দেশ অমান্য করে শার্শায় গত ২৫ ও ২৯ নভেম্বর উপজেলা বিএনপির এই দুই নেতা ও তাদের অনুসারীরা মহাসড়ক অবরোধ, প্রার্থীর বিরুদ্ধে সভা-সমাবেশ এবং কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।


নোটিশে আরও বলা হয়,  দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে যখন দলের সকল কর্মসূচি স্থগিত ছিল, সেই সময় এমন “বিবেকবর্জিত কর্মকাণ্ড” সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়। দায়িত্বশীল পদে থেকে এসব ঘটনায় নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।